বেগম রোকেয়া পদক ২০২০ প্রদান করা হয়েছে দেশের পাঁচ বিশিষ্ট নারীকে।
আজ বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে প্রদান করা হয় এই পদক। অনলাইনের মাধ্যমে গণভবন থেকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদকপ্রাপ্ত নারী বা তাঁর পরিবারের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার কাছ থেকে সম্মাননা পদক, সনদ ও চেক গ্রহণ করেন। নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৩৬তম জন্ম ও ৮৪তম মৃত্যুবার্ষিকী আজ।
প্রতিবছর দিনটি বেগম রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়। সমাজের অন্ধ গোঁড়ামি থেকে নারীকে মুক্ত করতে সংগ্রাম করেন বেগম রোকেয়া। আজকের এই দিনে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে আপামর মানুষ।