ঢাকাবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে বাজার স্থিতিশীল করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৭, ২০২০ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

আজ বিকালে ত্রিশাল পৌর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও ত্রিশাল সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম তুষার। এ সময় ত্রিশাল পৌর বাজারে সরকারি নির্দেশ অমান্য করে পেঁয়াজের মূল্য বৃদ্ধি,মূল্য তালিকা না টানানো,পাটের বস্তার পরিবর্তে চালের বস্তায় পলিথিনের ব্যাবহার,মিষ্টির দোকানে অসাস্থ্যকর পরিবেশ ও সঠিক পরিমাপের পরিবর্তে কেজি প্রতি ২৫০ গ্রাম পেকেটের ব্যাবহার করার কারণে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ জন দোকান মালিককে দণ্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ধারা সর্বমোট ৫ টি মামলায় ২৪ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়েছে।

ময়মনসিংহের ত্রিশালে সরকারী নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

ত্রিশাল থানা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনা কাজে সহযোগীতা করেন। ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। ৫ টি মামলায় ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Don`t copy text!