|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
ত্রিশালে বাজার স্থিতিশীল করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ সেপ্টেম্বর, ২০২০
আজ বিকালে ত্রিশাল পৌর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও ত্রিশাল সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম তুষার। এ সময় ত্রিশাল পৌর বাজারে সরকারি নির্দেশ অমান্য করে পেঁয়াজের মূল্য বৃদ্ধি,মূল্য তালিকা না টানানো,পাটের বস্তার পরিবর্তে চালের বস্তায় পলিথিনের ব্যাবহার,মিষ্টির দোকানে অসাস্থ্যকর পরিবেশ ও সঠিক পরিমাপের পরিবর্তে কেজি প্রতি ২৫০ গ্রাম পেকেটের ব্যাবহার করার কারণে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ জন দোকান মালিককে দণ্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ধারা সর্বমোট ৫ টি মামলায় ২৪ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়েছে।
ময়মনসিংহের ত্রিশালে সরকারী নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
ত্রিশাল থানা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনা কাজে সহযোগীতা করেন। ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। ৫ টি মামলায় ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.