আল-আমিন নেত্রকোণা প্রতিনিধি:
মহাদূর্যোগ করোনা সংক্রমণ (কোভিড-১৯) মোকাবেলায় নেত্রকোণা জেলার দশটি উপজেলা পাঁচটি পৌরসভায় বিনামূল্যে এক লক্ষ মাস্ক বিতরণ করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন নেত্রকোণা।
১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য লোকসমাগমকৃত জায়গা হাট-বাজার, বাসস্ট্যান্ড, অটোস্ট্যান্ড, মসজিদ-মন্দির- গীর্জায় এ মাস্ক বিতরণ করা হবে।
মাক্স বিতরণ এর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং, লিফলেট বিতরণ সহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় নেতৃবৃন্দ, স্কাউট, স্কুল কলেজের শিক্ষকবৃন্দ, ইউনিয়ন পরিষদ এ কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সাবিহা সুলতানা জানান, ইতিমধ্যে কোভিড-১৯ মোকাবেলায় ৪৫ হাজার মাস্ক ও ১২শত লিটার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। নবাগত জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান যোগদানের পর একসাথে এক লক্ষ মাস্ক বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন নেত্রকোণা জেলা প্রশাসন।