ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বিশিষ্ট শিক্ষাবিদ আশেক আলী খানের ৪৬তম মৃত্যু বার্ষিকী পালিত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ২৯, ২০২০ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি,
চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্র্যাজুয়েট,বিশিষ্ট শিক্ষাবিদ ও কচুয়ার গুলবাহার আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আশেক আলী খান এর ৪৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া, কোরআন খানি, কবর জিয়ারত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সকালে গুলবাহার আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে এ উপলক্ষ্যে মরহুমের কবর জিয়ারতের শেষে সামজিক দুরুত্ব বজায় রেখে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে মুঠে ফোনে মরহুমের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, চাঁদপুর-১ কচুয়ার মাননীয় সাংসদ সদস্য ও গুলবাহার আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি তাঁর সহর্ধমী গুলবাহার আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি সেতারা আলমগীর।
কলেজের অধ্যক্ষ মো.মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আহমেদ উল্লাহ’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম। এসময় কলেজের বিভিন্ন শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিল মোনাজাত পরিচালনায় করেন, আশেক আলী খান জামে মসজিদের ইমাম মাও.সিহাব উদ্দিন।

কচুয়া: কচুয়ায় বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম আশেক আলী খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও মোনাজের একাংশ।

Don`t copy text!