ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছিলেন বলেই বিশ্ব দরবারে বাঙালী জাতী হিসেবে মাথা উঁচু করে বাঁচতে পারছি; সমাজকল্যাণ প্রতিমন্ত্রীঃ দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ২৭, ২০২০ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আল-আমিন, নেত্রকোণা প্রতিনিধি:
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে মা ও মাটির মুক্তির সংগ্রামে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ডাকে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে স্বাধীন করেছিলেন বলেই বিশ্ব দরবারে আজ আমরা বাঙালী জাতী হিসেবে মাথা উঁচু করে বাঁচতে পারছি।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে দ্রুত সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছেন। সদর উপজেলা প্রশাসন নেত্রকোনাণা’র সহযোগীতায় প্রতিমন্ত্রী আজ ২৭ জুলাই (সোমবার) জেলা প্রেসক্লাব মিলনায়তনে মুজিব শতবর্ষ উপলক্ষে তার স্বেচ্ছাধীন তহবিল থেকে ৫০ জন মুক্তিযোদ্ধার মাঝে আর্থিক সহায়তার চেক প্রদানকালে এসব কথা বলেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নূরুল আমিন, নেত্রকোনা সদর ভূমি কমিশনার এরশাদুর আহমেদ, জেলা প্রশাসনের এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মোঃ ইমরানূজ্জামান, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সম্পাদক গাজী কামাল সহ জেলার মুক্তিযোদ্ধাবৃন্দ।

Don`t copy text!