বাসুদেব দাশ,সাতক্ষীরা প্রতিনিধি:- গত ০৯/০৬/২০২০ তারিখ মঙ্গলবার দেশের কয়েকটি অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। যার হেডলাইন থাকে সাতক্ষীরা শ্যামনগরের সদ্য এসএসসি পাশ শিক্ষার্থী শিমু আক্তারকে নিয়ে “অদম্য শিমুর জিপিএ-৫ পাওয়ার গল্প” বেশ কয়েকটি সংবাদমাধ্যম বিভিন্নভাবে এরকম প্রতিবেদন প্রকাশিত করেন। কোচিং বা প্রাইভেট শিক্ষকের সাহায্য ছাড়াই এবং গাইড বই না পড়ে শিমু আক্তার ২০২০ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে এপ্লাস পেয়ে জিপিএ-৫ পেয়েছে। বিভিন্ন অনলাইনে বিভিন্ন কায়দায় হেডলাইন তৈরি করে প্রতিবেদন গুলি প্রকাশের পর শ্যামনগরের সুধী মহলে শিমু আক্তারের জিপিএ-৫ পাওয়ার গল্প আলোচিত ও প্রশংসিত হয়। সাতক্ষীরা জেলার, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ. ন. ম. আবুজর গিফারী প্রতিবেদন গুগলি কমবেশি পড়ে এবং তিনি শিমু আক্তারকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন। গতকাল ১০ জুন বুধবার বিকাল সাড়ে ৫টায় তিনি আটুলিয়া ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে শিমুর বাড়িতে গিয়ে শিমুকে শুভেচ্ছা জানান এবং তার লেখা পড়ার খোঁজ খবর নেন। উপজেলা নির্বাহী অফিসার শিমুর বাবাকে বলেন, “মেয়েকে বিয়ে দিবেন না। কোন সমস্যা হলে আমাকে জানাবেন। আমি ইউএনও হিসেবে শিমুর পড়ালেখার দায়িত্ব নিলাম। ” এসময় শিমুর বাড়িতে উপস্থিত ছিলেন শিমুর বাবা-মা, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুল আলম, ভাব এর অ্যাম্বেসেডর আব্দুল আলিম, ওবাইদুল্যাহ । শিক্ষা অনুরাগী উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম. আবুজর গিফারী কোচিং ও গাইড বই না পড়ে গোল্ডেন এপ্লাস পাওয়া শিমুকে খুশি হয়ে ৫ হাজার টাকার প্রাইজ বন্ড উপহার হিসেবে দেন। এদিকে প্রত্যন্ত গ্রামের মধ্যে মটর সাইকেলে গিয়ে একজন শিক্ষার্থীকে শুভেচ্ছা জানানো ও উপহার প্রদানের বিষয়টি সুধীমহলে প্রশংসিত হচ্ছে। শিমুর বাবা-মা ও হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম. আবুজর গিফারীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।