বাসুদেব দাশ।। বিশেষ প্রতিনিধি:- মহামারী করোনা ভাইরাস ও সুপার সাইক্লোন আম্পানের দূর্যোগকালীন সময়ের মধ্যেই রবিবার রাত পোহালেই সোমবার ঈদের দিন। তবে মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি আর সবশেষ সুপার সাইক্লোন আম্পানের ঘূর্ণিঝড় নিমেষেই শেষ করে দিয়ে গেছে ঈদের উৎসাহ, উদ্দীপনা, আনন্দ। তবে এরই মধ্যে আম্পান দূর্গত এলাকার জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও অসহায়দের উপহার নিয়ে ছুটছেন সাতক্ষীরার জেলা, তালা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেন স্যার। রবিবার রাত আনুমানিক ১০টার সময় আকষ্মিক তালা উপজেলার মাঝিয়াড়া বাজারে হাজির হন ইউএনও ইকবাল হোসেন স্যার। একজন অসহায়, হতদরিদ্র নারীর হাতে ঈদের উপহার তুলে দেন। এ সময় স্থানীয়দের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ইউএনও ইকবাল হোসেন স্যার। এ সময় স্থানীয় সকলকে ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা জানিয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার মো.ইকবাল হোসেন স্যার বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে কারো মন ভালো নেই। ঈদের সময় সকলের অনেক আশা আকাঙ্খা থাকলেও এ বছর সেটি নানা প্রতিকূলতার কারণে পূরণ করা সম্ভব হয়নি। মহামারী করোনা ভাইরাসের মাঝে প্রাকৃতিক দূর্যোগ সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্ফানে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কারো, কারো পানের বরজ, গাছগাছালি, দোকানপাট, ঘরের টিনের ছাউনি উড়ে গেছে। তিনি আরো বলেন, এবারের ঈদ হচ্ছে একটি ব্যতিক্রম ঈদ। এবার পরিস্থিতি বিবেচনায় খোলা জায়গা বা ঈদগাহে ঈদের নামাজের জামাত হবে না। তালা উপজেলার সকল গ্রামের মসজিদে সকাল ৭টা থেকে ১০টার মধ্যে একাধিক জামায়াত আয়োজন করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সাতক্ষীরা জেলা, তালা উপজেলা নির্বাহী অফিসার মো.ইকবাল হোসেন স্যার আরও বলেন, আপনার বাড়ির পাশে যিনি অসহায়, হতদরিদ্র তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। মহামারী করোনা ভাইরাস ও সুপার সাইক্লোন আম্পানের এই দূর্যোগের মধ্যেও একে অপরকে সহমর্মিতার মাধ্যমে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিবেন।