আকাশ সরকার,.রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী,পবা-থানা, ৮নং বড়গাছি ইউনিয়নের অন্তর্ভুক্ত ৩নং-ওয়ার্ড, মাধাইপাড়া গ্রামে ফসলি জমি ও সরকারী খাল জোরপূর্বক দখল করে পুকুর সরক খনন করেছে।পবা যুবলীগের সভাপতি ইমদাদ।
মৌজাঃ মাধাইপাড়া, জে,এল নং-১১৮। সরকারিভাবে পুকুর খনন নিষিদ্ধ থাকলেও তা মেনে পুকুর খনন করছে প্রভাবশালীরা। ধান, ভুট্রা ক্ষেত বিনষ্ট করে নিয়মনীতির তোয়াক্কা না করে জোর করে ফসলী জমিতে অবৈধভাবে পুকুর খননের মহোৎসব চালাচ্ছে।পবা যুবলীগের সভাপতি ইমদাদ, আগে যেখানে ফসলের আবাদ হতো, এখন তা পুকুরে রূপান্তরিত হয়েছে,এখনো কিছু জমির মালিক পুকুর খননের জন্য জমি দেয় নাই ইমদাদকে। তারপরেও পুকুর খনন করে ইমদাদ, পুকুর খনন করছে। বিষয়ে পবা-থানা, অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফাকে বিষয়টি অবহিত করলে তিনি বলেন তদন্ত করে দেখবো।কি যে তদন্ত করলেন ১০ দিনে তদন্ত শেষ হয় নাই,অথচ পুকুর খনন শেষ।অবশেষে আজ অভিজান পরিচালনা করেন এসিল্যান্ড মোঃ আবুল হায়াত ও অফিস স্টাফ সরজমিন ততন্ত করেন,এবং ভেপুর ব্যাটারী ও টুলবক্স নিয়ে চলে আসেন।