ওবাইদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলা সদর হাসপাতালের এক মেডিকেল টেকনোলজিস্ট করোনা আক্রান্ত হওয়ার পর প্যাথলজি বিভাগ বন্ধ ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার ২৯ এপ্রিল বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ তিনি জানান, জেলা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগের টেকনোলজিস্টের করোনা উপসর্গ দেখা দেওয়ায় তার সংস্পর্শে আসা আরও চারজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং তাদের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুরে পাঠানো হয়। পরে তাদের একজনের শরীরে করোনা শনাক্ত হওয়ার পর প্যাথলজি বিভাগ বন্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি আরো জানান, তবে জেলা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগ বন্ধ থাকলেও জেলায় করোনা উপসর্গ দেখা দেওয়া রোগীদের নমুনা সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে। বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করা হবে। বেসরকারি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের স্বেচ্ছায় টেকনোলজিস্টদের দিয়ে এ কাজ করা হবে।