সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও প্রশাসনিক নিষেধাজ্ঞার কারণ কর্মহীন হয়ে পরে খেটে খাওয়া মানুষ। বন্ধ হয়ে যায় তাদের আয়ের উৎস। দেশের সরকার থেকে শুরু করে সমাজের বিত্তবানরা সেইসব কর্মহীন মানুষের পাশে দাড়াচ্ছেন। তারই অংশ হিসেবে কর্মহীন পরিবারের পাশে দাড়িয়েছেন র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) হেডকোয়ার্টারস এর অতিরিক্ত মহাপরিচালকের পারসোনাল এসিস্টেন্ট মোঃ শরিফুল ইসলাম।
গতকাল উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের দেড় শতাধীক পরিবারের মাঝে চাল, চিনি, খেজুর, ডাল এবং একটি করে হ্যান্ড সেনিটাইজার
র্যাব সদস্য মোঃ শরিফুল ইসলামের পক্ষ থেকে তার ঘনিষ্ট বন্ধু মোঃ সাইফুল, মোঃ সোহেল ও নোবেল বাড়ী বাড়ী গিয়ে পৌঁছে দেন। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার আরো ৫০ টি কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি। এর আগে তিনি কোলা ইউনিয়নের ২০০ শতাধিক কর্মহীনদে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।