আল-আমিন, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা পৌর শহরের মইনপুর এলাকায় ২৭ এপ্রিল (সোমবার) নকল ব্যান্ডরোল যুক্ত ৯৫ হাজার (২বস্তা) বিড়ি সহ ফারুক (৪২) নামে একজনকে সন্দেহ জনকভাবে এলাকাবাসী আটক করে। পরে কাস্টমস নেত্রকোনা’র পরিদর্শক টুটুলকে অবগত করলে তিনি তা আটক করতে অস্বীকৃতি জানায়। এব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তা সহকারী কমিশনার (রাজস্ব) কে মুটোফোনে অবগত করলে তিনিও ছুটিতে আছেন বলে এড়িয়ে যান!
পরে জেলা প্রশাসকের সহযোগীতায় তাৎক্ষণিক সরেজমিনে ৩ নং ওয়ার্ডের মইনপুর এসে নকল ব্যান্ডরোল যুক্ত এইসব অবৈধ মিরাজ বিড়ি আটক করে। এসময় বিড়ি বিক্রেতা ফারুকে সাথে নিয়ে পৌর শহরের কাটলী পূর্বপাড়া এলাকার গোডাউন থেকে আরও ২ লক্ষ ৭০ হাজার (৬ বস্তা) নকল বিড়ি সহ মোট ৩ লাখ ৬৫ হাজার অবৈধ মিরাজ বিড়ি জব্দ করে প্রশাসন। এসময় মোঃ ইমরানুজ্জামান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫০ ধারা ভঙ্গের অপরাধে মিরাজ বিড়ি বিক্রেতা মোঃ ফারুক (৪২)-কে ৫০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ দিনের কারাদণ্ড প্রদান করেন। এসময় আসামী ফারুক তার কৃত কর্মের অপরাধ স্বীকার করেন এবং জরিমানার টাকা পরিশোধ করেন। পরে জব্দকৃত বিড়ি জনসম্মুখে ধ্বংস করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসন নেত্রকোণার নকল বিরুধী এই ধরনের জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমরানুজ্জামান।