ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে সরকারী বিধি নিষেধ অমান্য করে সড়ক ও জনপথের খালের মাটি লুট – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
এপ্রিল ২৭, ২০২০ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মজিদপুর দয়হাটার ভূইচিত্র গ্রামের কেসি রোড সংলগ্ন সড়ক ও জনপথের খালের মাটি লুপাটের অভিযোগ পাওয়া গেছে। করোনার কারণে যখন সব কিছু বন্ধ এই সুযোগে সরকারী বিধি নিষেধ অমান্য করে ভূইচিত্র গ্রামের মৃত কাশেম খানের ছেলে আহাদ আলী খান ভুইচিত্র মৌজার সড়ক ও জনপথের খালের মাটি ভেক্যু দিয়ে কেটে লুপাট করছে দিন রাত। ভেক্যু দিয়ে এভাবে মাটি কেটে নেয়ার ফলে কেসি রোড ও আবাদী জমিসহ চুর্দিকের পরিবেশ চরম হুমকির মুখে পড়ছে। এ ব্যাপারের মাটি লুপাটকারী আহাদ আলী খানের কাছে মাটি কেটে নেওয়া সংক্রান্তে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমি ইউপি চেয়ারম্যানের নিকট থেকে অনুমতি নিয়েই মাটি কাটছি। আমার নিজের একটি এগ্রো ফার্মার লাইন্সেস আছে। আমি এখানে মাছ চাষ ও হাসের খামার করবো। আপনারা আমার বিরুদ্ধে লিখে যা পারেন করেন।
এব্যাপারে বীরতার ইউপি চেয়ারম্যান আজিম হোসেন খান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আহাদ মিথ্যা কথা বলছে। সে আমার কাছ থেকে কোন প্রকার অনুমতি নেয়নি। আর সড়ক ও জনপথের খাল আমি অনুমতি দেওয়ার কে। আমি কিভাবে অনুমতি দিব।
এব্যাপারের সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ আলম এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। এখনি ব্যবস্থা নিচ্ছি।

Don`t copy text!