নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
বিশ্বে ছড়িয়ে পড়া মারাত্মক প্রাণঘাতি করোনা ভাইরাসের ছোবল থেকে নান্দাইলবাসীকে রক্ষা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। বাংলাদেশে আঘাতহানা মরণব্যাধি করোনা ভাইরাসের দিন দিন সংক্রমন যতই বাড়ছে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), অফিসার ইনচার্জ (ওসি) ও সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) ততই বিরামহীনভাবে করোনার সংক্রমন রোধে কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার (২৪ই এপ্রিল) উপজেলার নান্দাইল চৌরাস্তা বারুইগ্রাম বাজার সহ নান্দাইলের বিভিন্ন হাটবাজারে ইউএনও মুহাম্মদ আব্দুর রহিম সুজন ও ওসি মনসুর আহম্মেদ কঠোর নজরদারী সহ হ্যান্ড মাইকিং করে জনগণকে সচেতন থাকার আহব্বান জানান। এছাড়া পবিত্র মাহে রমজানের তারাবীর নামাজ ও ৫ ওয়াক্ত নামাজ বাড়িতে পড়া সহ বাড়িতে ইফতার করার জন্য সকলকে অনুরোধ করেন। পাশাপাশি গণজমায়েত বন্ধ রাখার স্বার্থে হাট-বাজার ও দোকানপাটে ইফতার বিক্রী এবং যেকোন ধরনের ইফতার পার্টি করা যাবেনা বলে নিষেধাজ্ঞা জারী করেন।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজন আরো জানান, কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের তথ্যমতে করোনায় বাংলাদেশের সামনে আগামী ১৫ই মে থেকে ২০ই মে পর্যন্ত খুবই ঝুকিঁপূর্ণ অবস্থা রয়েছে। তাই করোনার ছোবল থেকে নান্দাইলের জনগণকে রক্ষা করতে তিনি বিনীত ভাবে বলে উঠেন, ‘পায়ে ধরে বলি, আপনারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। নিজে বাচুঁন, অন্যকে বাচাঁন তথা দেশকে বাচাঁন।
এছাড়া তিনি আরো বলেন, আপনাদের ওসি মনসুর আহম্মেদ সহ আমরা রাস্তায় আছি আপনাদের জন্য, আপনাদের ভালো রাখার জন্য, আর চোর-পুলিশ খেলা না খেলে, সামনের ঝুঁিকপূর্ণ দিনগুলো পর্যন্ত দয়া করে বাড়িতে থাকুন।
পবিত্র মাহে রজমান উপলক্ষ্যে ইউএনও বলেন, মসজিদে প্রতিওয়াক্ত নামাজে ইমাম-মোয়াজ্জিন সহ সর্বোচ্চ ৫ জন এবং জুম্মাহর দিন নামাজে সর্বোচ্চ ১০জন মসজিদে নামাজ আদায় করতে পারবেন এবং তারাবীর নামাজ বাড়িতে পড়তে হবে জানান।