ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় অগ্নিকান্ডে নীরিহ পরিবারের বসত ঘর পুড়ে ছাই- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
এপ্রিল ২৩, ২০২০ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাসুদ রানা, কচুয়া প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়ার রাগদৈল গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে নীরিহ এক পরিবারের একটি বসত ঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। বুধবার রাত ১১ টার দিকে রাগদৈল গ্রামের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। এতে গৃহের মালামালসহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে ।
স্থানীয়রা জানান, গৃহকর্তা আবুল হোসেন, কুমিল্লার বরুড়ায় থাকেন। ঘরে আগুন লাগতে দেখে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের সময় ঘরে কেউ ছিল না, ঘরে বিদ্যুৎ সংযোগ ও গ্যাস সিলিন্ডারও ছিল না। এ অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে কেউ সঠিক বলতে পারেনি।
ক্ষতিগ্রস্ত আবুল হোসেন বলেন, গৃহ পুড়ে যাওয়ার সংবাদ পেয়ে বৃহস্পতিবার বাড়িতে আসি। আমার যা কিছু ছিল সব পুড়ে শেষ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত আবুল হোসেন ও তার পরিবার ঘর আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তিনি পুনরায় মাথা গুজে দাঁড়াতে প্রশাসনসহ সকলের সহযোগিতা চেয়েছেন।
খবর পেয়ে স্থানীয় ভারপ্রাপ্ত সাচার ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন ক্ষতিগ্রস্থ পরিবারের খোজ খবর ও সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।

ছবি: অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বসত ঘর।

Don`t copy text!