বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এমপি কন্যার সংবাদ সম্মেলন কুলিয়ারচরে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক পুত্র নিহত কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের দূষণ নিয়ন্ত্রণ ও সবুজ শিল্পায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা সমিতি ইউ এস এ কর্তৃক মতবিনিময় সভায় অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জৈষ্ট উপজেলা নির্বাচনের চুড়ান্ত ফলাফল ঘোষণা ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রিভেঞ্জ’ কুড়িগ্রামে উপজেলা পরিষদ নির্বাচনে পুলিশের বহুমাত্রিক নিরাপত্তায় খুশি সাধারণ ভোটাররা সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র নজরুল সঙ্গীত শিল্পী ওস্তাদ রিষু তালুকদারের শুভ জন্মদিন কারাগারে বন্দী অবস্থায় চেয়ারম্যান নির্বাচিত সামচুল আলম চৌধুরী গঙ্গাচড়ায় কর্মসৃজন শ্রমিকের কাছে ইউপি সদস্যের টাকা নেয়ার অভিযোগ, অপারগতায় হুমকি বগুড়া শেরপুর হুসনাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আমিরাতে ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে হাটহাজারীবাসীর জনসভা দাকোপে লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদ থেকে শেখ যুবরাজের পদত্যাগ
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

শাহরাস্তি অনলাইন প্রেসক্লাব কর্তৃক কৃষকের পাকা ধান কাটা-দৈনিক বাংলার অধিকার

অধিকার ডেক্স / ৪২৫ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২০, ২:১৭ অপরাহ্ণ

মাহমুদুল হাছানঃমোশারফ হোসেন একজন অসহায় দরিদ্র কৃষক। তার পাকা ধান পড়ে আছে ফসলের মাঠে। করোনায় শ্রমিক ও অর্থ সংকটে সেই পাকা ধান ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন তিনি। অবশেষে দরিদ্র এই কৃষকের দুশ্চিন্তা দূর করলেন শাহরাস্তি অনলাইন প্রেসক্লাবের একদল সংবাদকর্মী। চাঁদপুর জেলার শাহরাস্তি অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের দিগন্ত পত্রিকার চাঁদপুর প্রতিনিধি মো হাসানুজ্জামানের নেতৃত্ব ১০ জন সংবাদকর্মী তার ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। বুধবার (২২ এপ্রিল) ২.৫ গন্ডা (১৫ শতক) পরিমাণের ধান কেটে দেন তারা। হাজী আব্দুর রশিদের ছেলে কৃষক মোশারফ হোসেন শাহরাস্তি উপজেলার পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের বাত্ত্বলা গ্রামের বাসিন্দা। তার ধানক্ষেতও ওই এলাকায়। কৃষক মোশারফ হোসেন জানান, তিনি এবার ১৩০ শতক জমিতে ইরি ধানের চাষ করেছিলেন। ফলন এবার খারাপ হয়েছে। ক্ষেতের ফসলে পাক ধরেছে কিন্তু ধান কাটার মজুরের অভাব। এ অবস্থায় প্রতিবেশী সাংবাদিক মাহমুদুল হাছান কে বলেছিলেন কষ্টের কথা। কিন্তু গতকাল সকালে অবাক হয়ে দেখেন আকস্মিক কাঁচি হাতে একদল সংবাদকর্মী উপস্থিত ধান কাটতে। শাহরাস্তি অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো হাসানুজ্জামান বলেন, ‘ সংবাদকর্মীরা মানবিক সঙ্কটে সাধারণ মানুষের পাশে থাকে। এরই ধারাবাহিকতায় মাহমুদুলের মাধ্যমে খবর পাই শ্রমিক সংকটের কারণে মোশারফ হোসেন তার পাকা ধান কাটতে পারছেন না। বৈশাখী মাস, তাই যে কোনো সময়ে ঝড়-বৃষ্টি হলে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই আমরা অনলাইন প্রেসক্লাবের সংবাদকর্মী কাঁচি-মাথাল (ধান কাটার সরঞ্জাম) নিয়ে হাজির হই এবং ধান কেটে বাড়ি পৌঁছে দেই। শাহরাস্তি অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো রাফিউ হাসান বলেন, ‘প্রথমে ওই কৃষক বিশ্বাসই করতে পারছিলেন না, আমরা বিনা পারিশ্রমিকে তার ধান কেটে ঘরে তুলে দেবো। পরে যখন তার জমির ধান কেটে বাড়িতে এনে দিলাম তার মুখের হাসি আমাদের অন্যরকম আনন্দ দিয়েছে। এর চেয়ে বড় পাওয়া আর কিছুই নেই। এই দুঃসময়ে প্রত্যেকের উচিত কৃষকদের পাশে দাঁড়ানো।’ কৃষক মোশারফ হোসেন বলেন, ‘একজন শ্রমিকের মজুরি ৫/৬’শ টাকা। তার ওপর দুই বেলা ভাত দিতে হয়। এই লোকগুলো আমার বড় উপকার করে দিয়ে গেছে। তাদের জন্য কিছুই করতে পারলাম না, তবে দোয়া করছি।’ শাহরাস্তি অনলাইন প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ হাসানুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাছান, সহসাধারণ সম্পাদক হাসান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রাফিউ হাসান হামজা, দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান নয়ন, সম্মানিত সদস্য জাহাঙ্গীর আলম, ফারুক হোসেন, কামরুল হাসান, শাহআলম, কামাল হোসেন প্রমুখ। এর আগে করোনা পরিস্থিতি মোকাবেলায় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন অনলাইন প্রেসক্লাবের সদস্যরা। এছাড়াও মাইকিং করে জনসচেতনতা সৃষ্টি, ফ্রি মুখের মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ, লিফলেট বিলিসহ অসহায় ও মধ্যবিত্তদের মাঝে খাবার বিতরণ করেন।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!