এ এইচ সবুজ,কবি নজরুল কলেজ প্রতিনিধিঃ করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের এই সময়ে কবি নজরুল সরকারি কলেজের অনার্স শিক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে কলেজ প্রশাসন।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে কবি নজরুল কলেজের ফেসবুক পেজ ও অধ্যক্ষ আই কে সেলিম উল্ল্যাহ খোন্দকারের ফেসবুক আইডিতে এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,
কবি নজরুল সরকারি কলেজের অনার্স ১ম/২য়/৩য়/৪র্থ বর্ষের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, মহামারী করোনার কারণে শিক্ষার ক্ষতি পুষিয়ে উঠার লক্ষ্যে অনলাইন যেমন -ফেসবুক, ফেসবুক লাইভ, ম্যাসেন্জার, হোয়াটস এ্যাপ, জুম ইত্যাদির মাধ্যমে পাঠদান প্রক্রিয়া শুরু হয়েছে।
কবি নজরুল সরকারি কলেজের ১৯টি অনার্স/মাস্টার্স বিভাগ নিজ নিজ ফেসবুকের মাধ্যমে এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা শুরু করছে। অনার্সের শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগের ফেসবুক পেজ ফলো করার নির্দেশ দেয়া হলো। বিশেষ প্রয়োজনে নিজ নিজ বিভাগের শিক্ষকদের সাথে যোগাযোগ করা যেতে পারে। বিভাগীয় শিক্ষকগন প্রয়োজনে ছোট ছোট গ্রুপ করে এ কার্যক্রম পরিচালনা করবেন।
নিজে বাঁচতে, প্রিয় পরিবারসহ দেশ বাঁচাতে ঘরে থেকো। সামাজিক দূরত্ব বজায় রেখো। সরকার, বিশ্ব স্বাস্হ্য সংস্হা ও স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম মেনে চলো।যাদের আর্থিক সামর্থ্য ভালো, পারলে অন্যকে সাহায্য করো। নিজ নিজ বন্ধুদের খোঁজ রেখো। গুজবে কান দেবে না। সবার জন্য শুভকামনা। ভালো থেকো, নিরাপদ থেকো।
এছাড়া ইন্টারের শিক্ষার্থীরা অনলাইন ক্লাসের জন্য শুধুমাত্র কলেজের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যবহার করতে বলা হয়েছে।
আই কে সেলিম উল্লাহ খোন্দকার
অধ্যক্ষ
কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা।
কলেজ প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।