আকাশ সরকার রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মেডিক্যাল কলেজে (রামেক) স্থাপিত ল্যাবে আরও পাঁচজনের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও জয়পুরেহাটের একজন রয়েছেন। এ নিয়ে এই ল্যাবে মোট ১৮ জনের নমুনায় করোনাভাইরাস পাওয়া গেল।
সোমবার (২০ এপ্রিল) রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ নওশাদ আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, করোনা শনাক্ত ১৮ জনের মধ্যে রাজশাহী জেলার আট জন, জয়পুরহাটের তিন জন, পাবনার দুই জন, সিরাজগঞ্জের একজন, বগুড়ার দুই জন, নওগাঁর একজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন রয়েছেন। রাজশাহী জেলার আটজনের মধ্যে পুঠিয়া উপজেলায় পাঁচ জন, বাঘায় একজন, বাগমারায় একজন ও মোহনপুরে একজন আক্রান্ত রয়েছেন।
রামেক সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগের আট জেলা থেকে নমুনা সংগ্রহ করে এ ল্যাবে পরীক্ষা করা হয়। গত ২০ দিনে এ ল্যাবে এক হাজার ২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। একই সময় নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৩৩৭ জনের।
জানা গেছে, সোমবার (২০ এপ্রিল) রামেকের ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচ জনের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এই পাঁচ জনের মধ্যে রাজশাহীর দুই নারীসহ তিন জন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও জয়পুরহাটের একজন রয়েছেন।
রাজশাহীতে নতুন সংক্রমিতদের মধ্যে দুই জন পুঠিয়ার ও একজন বাঘা উপজেলা এলাকার। এদের মধ্যে পুঠিয়ার দুই জন নারীই পোশাক শ্রমিক। অপরজন হলেন, বাঘা উপজেলার আব্দুস সোবহান (৮০)। তিনি অসুস্থ হওয়ার প্রায় এক সপ্তাহ আগে তার ছেলে ঢাকা থেকে বাড়িতে আসে।