ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে অসহায় মানুষের পাশে সিটি কর্পোরেশন মেয়র লিটন -দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
এপ্রিল ২১, ২০২০ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

আকাশ সরকার রাজশাহী ব্যুরোঃ

করোনাভাইরাসের সংক্মারমন রোধে চলমান লকডাউনে দুর্দশাগ্রস্ত মানুষকে সহায়তা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রথম দফায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটনের সহযোগিতায় প্রথম দফায় মহানগরীর ৩০টি ওয়ার্ডে ২০ হাজার পরিবারকে ১০ কেজি করে চাল দিয়েছেন।

২য় দফায় আরও ২০ হাজার পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডালও ২ কেজি আলু সরবরাহ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে রাজশাহী মেডিক্যালে করোনা সনাক্তকরণ ল্যাব স্থাপন করা হয়েছে। সাথে চিকিৎসকদের পিপিই সরবরাহ করা হয়েছে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সহযোগিতায় এ পর্যন্ত প্রায় ৫ হাজার পরিবারকে দৈনন্দিন সামগ্রী (৫ কেজি চাল,৩ কেজি আটা, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, সাবান) প্রদান করা হয়।

পাশাপাশি প্রায় ১০০ শিশুর মায়েরদের হাতে ল্যাকোটোজেন দুধ দেয়া হয়েছে। এছাড়াও রাজশাহী মহানগরের অন্যান্য নেতারাও দলগতভাবে ও নিজ নিজ উদ্যোগে বিভিন্ন এলাকায় খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন।

মহানগর যুবলীগ, রাজশাহী মহানগর ছাত্রলীগ,সাবেক ছাত্রলীগ ফোরামের উদ্যোগেও চাল-ডাল, তেল, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরবরাহ করা হচ্ছে। এছাড়াও শুরু দিকে রাজশাহীবাসীর মাঝে জনসচেতনতামুলক লিফলেট বিতরণ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে ।

এছাড়াও সরকারি সহয়তাগুলো অব্যাহত রয়েছে। ওএএম এস চাল বিতরণ,টিসিবি হতে নায্যমূল্যে চাল,ডাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় অব্যাহত রয়েছে।

Don`t copy text!