ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সাহায্য দিন ছবি তুলবেন না এটা আমরা ফকির নই,সবার কাছে অনুরোধ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
মার্চ ৩১, ২০২০ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

আকাশ সরকার রাজশাহী ব্যুরোঃ

সাহায্য করবেন ভাল কথা,
আপনি দানশীল,আপনি মহান মানুষ সবই
ঠিক আছে। কিন্তু ফটো না তুললে কি হয়না?
এসব কি জন্যে করেন?
বাহ বাহ পাবার জন্য, লোকের ধন্যবাদ পাবার জন্য, না লোকদের দেখার জন্য যে আমিই……।
জেনে রাখুন, আমরা ফকির নই,
এসব করে যে আপনি আপনার সবকিছু বরবাদ করে ফেলছেন।
যারা দুনিয়াতে লোক দেখানোর জন্য ইবাদত বন্দেগী করে তাদের জন্য আখেরাতে কোন প্রতিদান নেই৷

আর শুনুন! আপনাকে ই বলছি আপনি যার ছবি তুলছেন তার অনুমতি কি নিয়েছেন?নিচ্ছেন না
তার অনুমতি ছাড়া ছবি তুলা কি বৈধ?
সে হয়তো আজ কিছু বলতে পারছে না কারণ সে অসহায়,নিঃশ্ব, সে সাবালক, আরেকটু সে একজন তরুন/ তরুনী, লজ্জাবতী । তার ত একটা মান-মর্যাদা আছে । আজ আপনি সবকিছু তার বিলীন করে দিচ্ছেন। সে জন্য আপনিই দায়ী!

আর এক অসহায়ের উপর জবরদস্তি করে যা খুশি তা করছেন, এটা অন্যায় নয়?
আপনার এই ছবি তুলার জন্য অনেক জন না খেয়ে থাকছে তবুও সাহায্য নিচ্ছেনা।
একবার ভাবুন নিজের বিবেক নিজের কাছে,,,,,,????

আল্লাহ বুঝার তাওফিক দিন ।
কাওকে হেও প্রতিপুর্ন করার জন্য নই,জন সতেচনার জন্য লেখা ।

Don`t copy text!