|| ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি
সাহায্য দিন ছবি তুলবেন না এটা আমরা ফকির নই,সবার কাছে অনুরোধ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ মার্চ, ২০২০
আকাশ সরকার রাজশাহী ব্যুরোঃ
সাহায্য করবেন ভাল কথা,
আপনি দানশীল,আপনি মহান মানুষ সবই
ঠিক আছে। কিন্তু ফটো না তুললে কি হয়না?
এসব কি জন্যে করেন?
বাহ বাহ পাবার জন্য, লোকের ধন্যবাদ পাবার জন্য, না লোকদের দেখার জন্য যে আমিই......।
জেনে রাখুন, আমরা ফকির নই,
এসব করে যে আপনি আপনার সবকিছু বরবাদ করে ফেলছেন।
যারা দুনিয়াতে লোক দেখানোর জন্য ইবাদত বন্দেগী করে তাদের জন্য আখেরাতে কোন প্রতিদান নেই৷
আর শুনুন! আপনাকে ই বলছি আপনি যার ছবি তুলছেন তার অনুমতি কি নিয়েছেন?নিচ্ছেন না
তার অনুমতি ছাড়া ছবি তুলা কি বৈধ?
সে হয়তো আজ কিছু বলতে পারছে না কারণ সে অসহায়,নিঃশ্ব, সে সাবালক, আরেকটু সে একজন তরুন/ তরুনী, লজ্জাবতী । তার ত একটা মান-মর্যাদা আছে । আজ আপনি সবকিছু তার বিলীন করে দিচ্ছেন। সে জন্য আপনিই দায়ী!
আর এক অসহায়ের উপর জবরদস্তি করে যা খুশি তা করছেন, এটা অন্যায় নয়?
আপনার এই ছবি তুলার জন্য অনেক জন না খেয়ে থাকছে তবুও সাহায্য নিচ্ছেনা।
একবার ভাবুন নিজের বিবেক নিজের কাছে,,,,,,????
৷
আল্লাহ বুঝার তাওফিক দিন ।
কাওকে হেও প্রতিপুর্ন করার জন্য নই,জন সতেচনার জন্য লেখা ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.