ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ধেররায় অগ্নিকান্ড: সরু সড়কে প্রবেশ করতে পারেনি ফায়ার সার্ভিস – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ১৭, ২০২০ ৫:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

মো.মজিবুর রহমানঃ
হাজীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড ধেররা পশ্চিম পাড়া পাটওয়ারী বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রবিবার সকালে মাটির চুলা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই সময় বাড়ির মানিকের ঘরে আগুন ধরে যায়।

আগুন চারপাশে ছড়িয়ে পড়লে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ আনেন। এতে আগুন থেকে রক্ষা পায় প্রায় ৩০পরিবার। জানা গেছে, স্থানীয় বাসিন্দা আলী আহম্মেদ ৯৯৯ এ ফোন দিয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ৩নং ওয়ার্ড ধেররা চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক থেকে রেললাইন পর্যন্ত রাস্তাটি সরু ও ঝরাঝীর্ণ পথ হওয়ায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি।

এলাকাবাসির দাবি, হাজীগঞ্জ পৌর মেয়র যদি রাস্তাটি প্রশস্থ করার উদ্যোগ নেন, তাহলে যানবাহন চলাচলের পাশাপাশি বিভিন্ন দুর্ঘটনা থেকে রক্ষা পাবে মহল্লার জনগণ।

পৌর প্যানেল মেয়র রায়হানুর রহমান জনি বলেন, অগ্নিকান্ডের খবর পেয়েছি। তবে রাস্তাটির প্রশস্থের বিষয়ে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়ার চেষ্টা করবো।

Don`t copy text!