|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ধেররায় অগ্নিকান্ড: সরু সড়কে প্রবেশ করতে পারেনি ফায়ার সার্ভিস – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ মার্চ, ২০২০
মো.মজিবুর রহমানঃ
হাজীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড ধেররা পশ্চিম পাড়া পাটওয়ারী বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রবিবার সকালে মাটির চুলা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই সময় বাড়ির মানিকের ঘরে আগুন ধরে যায়।
আগুন চারপাশে ছড়িয়ে পড়লে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ আনেন। এতে আগুন থেকে রক্ষা পায় প্রায় ৩০পরিবার। জানা গেছে, স্থানীয় বাসিন্দা আলী আহম্মেদ ৯৯৯ এ ফোন দিয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ৩নং ওয়ার্ড ধেররা চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক থেকে রেললাইন পর্যন্ত রাস্তাটি সরু ও ঝরাঝীর্ণ পথ হওয়ায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি।
এলাকাবাসির দাবি, হাজীগঞ্জ পৌর মেয়র যদি রাস্তাটি প্রশস্থ করার
উদ্যোগ নেন, তাহলে যানবাহন চলাচলের পাশাপাশি বিভিন্ন দুর্ঘটনা থেকে রক্ষা পাবে মহল্লার জনগণ।
পৌর প্যানেল মেয়র রায়হানুর রহমান জনি বলেন, অগ্নিকান্ডের খবর পেয়েছি। তবে রাস্তাটির প্রশস্থের বিষয়ে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়ার চেষ্টা করবো।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.