স্বপন কুমার রায় খুলনাজেলা প্রতিনিধিঃ
খুলনার কয়রাউপজেলার মহেশ্বরী পুর এলাকা থেকে গোপন সয়বাদের ভিত্তিতে ৩০ ডিসেম্বর র্যাব -৬সাতক্ষীরা সিপিসি -১ সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার মহেশ্বরীপুর এলাকায় সিদ্দিক ও তার সহযোগীরা জেলে,মাওয়ালী,ও বাওয়ালীদের অপহরন, মাছ ধরার ট্রলার ও নৌকায় ডাকাতী করার উদ্যেশে অবস্হান করছে।সংবাদের ভিত্তিতে জলদস্যুদের অপতৎপড়তা রোধে র্যাব -৬ সাতক্ষীরা কোম্পানীর একটি অভিযানিক চৌকস দল কোম্পানী কমান্ডার মোঃশাহিনুরইসলাম সিপিসি ১ নেতৃত্বে ৩০ ডিসেম্বর রাত দুইটার দিকে উপজেলা কয়রার মহেশ্বরীপুর এলাকায় অভিযান চালিয়ে সিদ্দিক বাহিনীর প্রধান মোঃসিদ্দিকুর রহমান(৩৪)পিতা জুম্নান আলী গাজী,গ্রাম মুন্সিগন্জ
উপজেলা শ্যামনগর জেলা সাতক্ষীরা,আবদুল্লাহ তলবদার (৩৩) পিতা আকবরআলী তলবদার গ্রাম
কালিঋী উপজেলা শ্যামনগর জেলা সাতক্ষীরা,মহিদুল ইসলাম (৪৫) পিতা আহম্মদ সরদার গ্রাম হরিনগর উপজেলা শ্যামনগর জেলা সাতক্ষীরা কে গ্রেফতার করে। এসময় বেশ কিছু জলদস্যু পালিয়ে যায়
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিদ্দিক বাহিনীর এই সদস্যদের সাথে ভারতে পালিয়ে থাকা জিয়া বাহিনীর সম্পৃক্ততা রয়েছে বলে জানা যায়। এদের প্রত্যেকের নামে সাতক্ষীরা জেলার বিভিন্ন থানায় অস্ত্র ও একাধিক ডাকাতী মামলা রয়েছে।উদ্ধারকৃত অস্ত্র,গোলাবারুদ ওঅন্যান্যমালামালঃদেশীয়তৈরিপাইপগান-০৩টিকার্তুজ- ১৫রাউন্ড,রামদা-০২টি, মোবাইল ফোন- ০৩টিসীম কার্ড- ০৩টি, নগদ- ১৫,৪০০/-(পনের হাজার চারশত) টাকা
আটককৃত এবং পলাতক জলদস্যুদের বিরুদ্ধে অস্ত্র ও দন্ডবিধি আইনে পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।