আবু তাহের, নরসিংদী প্রতিনিধি ঃ
নরসিংদীতে হাজার বছরের ঐতিহ্য উয়ারী বটেশ্বর “গঙ্গা ঋদ্ভি যাদুঘর” এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। শূক্রবার ( ২৯ শে নভেম্বর ) (মনোহরদী-বেলাবো)আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রী নুরুল মজিদ হূমায়ুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর উদ্ভোবন করেন। স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ও প্রত্মতাত্ত্বিক গবেষণা কেন্দ্র ঐতিহ্য অণ্বেষনের জন্য নরসিংদী জেলা পরিষদ যাদুকর টি বাস্তবায়ন করছে।এতে ব্যয় ধরা হয়েছে ৭কোটি ৬৯ লাখ ৩৭ হাজার ২ শত ৪৩ টাকা। প্রচীন প্রত্মস্থান উয়ারী -বটেশ্বরে আবিষ্কৃত প্রত্নস্থাপনা, প্রত্মসামগ্রী,আলোকচিত্র,বিবরন ও বিশ্লেষণ প্রদর্শন করা হবে উক্ত যাদুঘরে।