|| ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
নরসিংদীতে হাজার বছরের ঐতিহ্য কে ধরে রাখতে যাদুঘর এর ভিত্তি প্রস্তর স্থাপন—দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ নভেম্বর, ২০১৯
নরসিংদীতে হাজার বছরের ঐতিহ্য উয়ারী বটেশ্বর "গঙ্গা ঋদ্ভি যাদুঘর" এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। শূক্রবার ( ২৯ শে নভেম্বর ) (মনোহরদী-বেলাবো)আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রী নুরুল মজিদ হূমায়ুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর উদ্ভোবন করেন। স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ও প্রত্মতাত্ত্বিক গবেষণা কেন্দ্র ঐতিহ্য অণ্বেষনের জন্য নরসিংদী জেলা পরিষদ যাদুকর টি বাস্তবায়ন করছে।এতে ব্যয় ধরা হয়েছে ৭কোটি ৬৯ লাখ ৩৭ হাজার ২ শত ৪৩ টাকা। প্রচীন প্রত্মস্থান উয়ারী -বটেশ্বরে আবিষ্কৃত প্রত্নস্থাপনা, প্রত্মসামগ্রী,আলোকচিত্র,বিবরন ও বিশ্লেষণ প্রদর্শন করা হবে উক্ত যাদুঘরে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.