হাবিবুর রহমান(হাবিব),শেরপুর,বগুড়া প্রতিনিধিঃ
২৬ নভেম্বর (মঙ্গল বার) সকাল ৯ টায় গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজারে পিঁয়াজের দাম পর্যবেক্ষণ করেন উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সেখ। এই সময় আরো উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহজামাল সিরাজী, এ সময় পাইকারী বিক্রেতা জানান,বন্যার কারণে পিঁয়াজে উৎপাদন হয়নি। পাবনা থেকে পিঁয়াজ আসে। স্থানীয় চাষীদের পিঁয়াজ এখনো বাজারে আসেনি। তাই দাম বেশী। ইউএনও বলেন পেঁয়াজের দাম উদ্দেশ্যমূলক বাড়ানো থেকে বিরত খাকুন। গুজব রটিয়ে বা উদ্দেশ্যমূলক পেঁয়াজ,লবন,চাল বা অন্যকোন পন্য সামগ্রীর দাম যারা বাড়াবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।