|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
শেরপুর বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পর্যবেক্ষণ করেন উপজেলা প্রশাসনের মনিটরিং টিম -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর, ২০১৯
২৬ নভেম্বর (মঙ্গল বার) সকাল ৯ টায় গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজারে পিঁয়াজের দাম পর্যবেক্ষণ করেন উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সেখ। এই সময় আরো উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহজামাল সিরাজী, এ সময় পাইকারী বিক্রেতা জানান,বন্যার কারণে পিঁয়াজে উৎপাদন হয়নি। পাবনা থেকে পিঁয়াজ আসে। স্থানীয় চাষীদের পিঁয়াজ এখনো বাজারে আসেনি। তাই দাম বেশী। ইউএনও বলেন পেঁয়াজের দাম উদ্দেশ্যমূলক বাড়ানো থেকে বিরত খাকুন। গুজব রটিয়ে বা উদ্দেশ্যমূলক পেঁয়াজ,লবন,চাল বা অন্যকোন পন্য সামগ্রীর দাম যারা বাড়াবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.