ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

জি.এম নাজমুল হাসান সোনাগাজী উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত-দৈনিক বাংলার অধিকার 

প্রতিবেদক
admin
নভেম্বর ১৪, ২০১৯ ৮:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

জী মোঃ হানিফ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান ২০১৯ইং উপলক্ষে দক্ষিণ চর দরবেশ (ওলামা বাজার) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জি.এম নাজমুল হাসান (এম.কম, সি.ইন.এড, বি.এড) সোনাগাজী উপজেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয় ।

১৩ই নভেম্বর, বুধবার বিকেলে, সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে এক বৈঠকে যাচাই বাছাই কমিটি এই সিদ্বান্ত গ্রহন করেন । জিএম নাজমুল হাসান সোনাগাজী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি, উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন ।

নাজমুল হাসান ফেনী সরকারি কলেজ থেকে স্নাতক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন । শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত রয়েছেন ।

তিনি জমাদার বাজার পেশাজীবি ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর প্রধান নির্বাহী, জমাদার বাজার পরিচালনা কমিটির যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন । শিক্ষকতায় বিভিন্ন প্রশিক্ষণ ও শ্রেণী পাঠদানে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন নাজমুল হাসান । তিনি এর আগে সওদাগর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ বছর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বের পাশাপাশি ১৪বছর শিক্ষকতা করেছেন ।

নাজমুল হাসান বিভিন্ন জাতীয় দিবস পালন ও সবসময়ই শিক্ষার্থীদের সৃষ্টিশীল কর্মে উৎসাহিত করে থাকেন । তিনি কর্মোদমী ও সময়-জ্ঞান সম্পূর্ণ আদর্শ শিক্ষক । মাষ্টার জি.এম নাজমুল হাসানকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত করার জন্য তিনি এরসাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন । আগামী দিনে আরো সফলভাবে দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন ।

Don`t copy text!