|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
জি.এম নাজমুল হাসান সোনাগাজী উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০১৯
জী মোঃ হানিফ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান ২০১৯ইং উপলক্ষে দক্ষিণ চর দরবেশ (ওলামা বাজার) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জি.এম নাজমুল হাসান (এম.কম, সি.ইন.এড, বি.এড) সোনাগাজী উপজেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয় ।
১৩ই নভেম্বর, বুধবার বিকেলে, সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে এক বৈঠকে যাচাই বাছাই কমিটি এই সিদ্বান্ত গ্রহন করেন । জিএম নাজমুল হাসান সোনাগাজী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি, উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন ।
নাজমুল হাসান ফেনী সরকারি কলেজ থেকে স্নাতক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন । শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত রয়েছেন ।
তিনি জমাদার বাজার পেশাজীবি ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর প্রধান নির্বাহী, জমাদার বাজার পরিচালনা কমিটির যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন । শিক্ষকতায় বিভিন্ন প্রশিক্ষণ ও শ্রেণী পাঠদানে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন নাজমুল হাসান । তিনি এর আগে সওদাগর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ বছর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বের পাশাপাশি ১৪বছর শিক্ষকতা করেছেন ।
নাজমুল হাসান বিভিন্ন জাতীয় দিবস পালন ও সবসময়ই শিক্ষার্থীদের সৃষ্টিশীল কর্মে উৎসাহিত করে থাকেন । তিনি কর্মোদমী ও সময়-জ্ঞান সম্পূর্ণ আদর্শ শিক্ষক । মাষ্টার জি.এম নাজমুল হাসানকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত করার জন্য তিনি এরসাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন । আগামী দিনে আরো সফলভাবে দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.