ঢাকাশুক্রবার , ২ আগস্ট ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামীলীগের নেত্রী-বৃন্দের কাছে,সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দের নিরাপত্তা কোথায়!-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ২, ২০১৯ ৬:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ধন্যবাদ হাজীগঞ্জ আওয়ামীলীগ পরিবারের সকল উর্ধতন চেয়ারের নেত্রীবৃন্দ এবং নিজ দলীয় উপজেলা চেয়ারম্যান সহ পৌরসভার মেয়র মহোদয়।
গত ৩০-৫-২০১৬ সালে,ছাত্রলীগ নেতা হান্নান এর উপর সন্ত্রাসী হামলা পরে,নেত্রী-বৃন্দের কাছে বিচার চাওয়া হলে,বিচার-কার্য নিয়ে নানাবীধ সমস্যা ও দেরী দেখে তার প্রতিবাদে,হাজীগঞ্জের রাজপথে নেমে যায়,হাজার-হাজার ছাত্রলীগ নেত্রীবৃন্দ পক্ষে আর বিপক্ষে।দুপক্ষের মাঝখানে যুবলীগ নেত্রীবৃন্দ অবস্থান নেওয়ার প্রাক্কালে পুলিশের নগ্ন হামলা এবং গুলির কাউন্টারে নিজেদের আত্মরক্ষায় ছাত্রলীগ ও যুবলীগ পুলিশের সাথে সংঘর্সে জড়িয়ে যায়।তারপর-পরই,পুলিশ বাদী ৫১ জন জ্ঞাত ও অজ্ঞাত ৪০০ জন ছাত্র ও যুবলীগ নেত্রীবৃন্দের নামে মামলা দায়ের করেন ঐ মামলায় আমি ও একজন আসামী।কিছুদিন পুর্বে সর্বশেষ ৫৪ জনের নামে সার্জশীট দিয়ে এই মামলাটি কোর্টে প্রেরন ও পরে কোর্ট থেকে হাজীগঞ্জ প্রশাসন-কে,নিরর্দেশনা পত্রে অফিসার্জ ইনসার্জ হাজীগঞ্জ থানা-কে,এই মামলার জামিন ছাড়া যেই আসামীগন রয়েছেন তাদের এরেস্ট সহ মালামাল ক্রোকের নির্দেশ নামা পাঠায় যার আলোকে আমরা সংকিত।জোরালো অনুরোধ-পুর্বক চাঁদপুর জেলা আওয়ামীলীগের সম্মানিত সকল অভিভাবক,আমাদের মাননীয় এমপি মহোদয় সহ হাজীগঞ্জ আওয়ামীলীগের উপরস্থ সকল উর্ধতন নেত্রী-বৃন্দের উদ্ধেশ্যে পুলিশের মামলাটি অতি-দ্রুত আমলে নিয়ে তার করনীয় সকল ব্যাবস্থা গ্রহনে।
পরিশেষে মামলাটি থেকে ছাত্রলীগ এবং যুবলীগের প্রতিটি নেত্রী-বৃন্দেকে অব্যাহতি সহ মামলাটি শেষ করার জন্যে আকুল আবেদনের প্রত্যাশা কামনায়।

Don`t copy text!