|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আওয়ামীলীগের নেত্রী-বৃন্দের কাছে,সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দের নিরাপত্তা কোথায়!-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ আগস্ট, ২০১৯
ধন্যবাদ হাজীগঞ্জ আওয়ামীলীগ পরিবারের সকল উর্ধতন চেয়ারের নেত্রীবৃন্দ এবং নিজ দলীয় উপজেলা চেয়ারম্যান সহ পৌরসভার মেয়র মহোদয়।
গত ৩০-৫-২০১৬ সালে,ছাত্রলীগ নেতা হান্নান এর উপর সন্ত্রাসী হামলা পরে,নেত্রী-বৃন্দের কাছে বিচার চাওয়া হলে,বিচার-কার্য নিয়ে নানাবীধ সমস্যা ও দেরী দেখে তার প্রতিবাদে,হাজীগঞ্জের রাজপথে নেমে যায়,হাজার-হাজার ছাত্রলীগ নেত্রীবৃন্দ পক্ষে আর বিপক্ষে।দুপক্ষের মাঝখানে যুবলীগ নেত্রীবৃন্দ অবস্থান নেওয়ার প্রাক্কালে পুলিশের নগ্ন হামলা এবং গুলির কাউন্টারে নিজেদের আত্মরক্ষায় ছাত্রলীগ ও যুবলীগ পুলিশের সাথে সংঘর্সে জড়িয়ে যায়।তারপর-পরই,পুলিশ বাদী ৫১ জন জ্ঞাত ও অজ্ঞাত ৪০০ জন ছাত্র ও যুবলীগ নেত্রীবৃন্দের নামে মামলা দায়ের করেন ঐ মামলায় আমি ও একজন আসামী।কিছুদিন পুর্বে সর্বশেষ ৫৪ জনের নামে সার্জশীট দিয়ে এই মামলাটি কোর্টে প্রেরন ও পরে কোর্ট থেকে হাজীগঞ্জ প্রশাসন-কে,নিরর্দেশনা পত্রে অফিসার্জ ইনসার্জ হাজীগঞ্জ থানা-কে,এই মামলার জামিন ছাড়া যেই আসামীগন রয়েছেন তাদের এরেস্ট সহ মালামাল ক্রোকের নির্দেশ নামা পাঠায় যার আলোকে আমরা সংকিত।জোরালো অনুরোধ-পুর্বক চাঁদপুর জেলা আওয়ামীলীগের সম্মানিত সকল অভিভাবক,আমাদের মাননীয় এমপি মহোদয় সহ হাজীগঞ্জ আওয়ামীলীগের উপরস্থ সকল উর্ধতন নেত্রী-বৃন্দের উদ্ধেশ্যে পুলিশের মামলাটি অতি-দ্রুত আমলে নিয়ে তার করনীয় সকল ব্যাবস্থা গ্রহনে।
পরিশেষে মামলাটি থেকে ছাত্রলীগ এবং যুবলীগের প্রতিটি নেত্রী-বৃন্দেকে অব্যাহতি সহ মামলাটি শেষ করার জন্যে আকুল আবেদনের প্রত্যাশা কামনায়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.