মো: আবদুল কাদের,দৈনিক বাংলার অধিকার,লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলা সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন, কমলনগর উপজেলার চর লরেন্স ও রামগতির বড়খেরি ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বেসরকারিভাবে দুইটি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তবে উত্তর জয়পুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী স্বতন্ত্র প্রার্থীর কাছে বিপুল ভোটের ব্যবধানে হেরেছেন।
কমলনগর উপজেলার এ এইচ এম আহসান উল্লাহ হিরন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী (নৌকা) ২ হাজার ৮০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইসমাইল হোসেন পেয়েছেন ২ হাজার ৪৫৮ ভোট।
রামগতি উপজেলায় হাসান মাকসুদ মিজান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী (নৌকা) ২ হাজার ৮’শ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি প্রার্থী মিরাজ হোসেন স্বতন্ত্র প্রার্থী (আনারশ) পেয়েছেন ২ হাজার ২২২ ভোট। এখানেও জয়লাভ করেন নৌকা প্রতীকের প্রার্থী।
এদিকে দুই ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা জয়লাভ করলেও লক্ষ্মীপুর সদরে হেরেছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মিজানুর রহমান। সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ১ হাজার ৯২৯ ভোট। তবে স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন (আনারশ) ৩ হাজার ৬৮৩ ভোট পেয়ে বিজয় লাভ করেন।