ঢাকাশনিবার , ২০ জুলাই ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিবাহ বরকে এক মাসের কারাদণ্ড-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ২০, ২০১৯ ১০:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি- দৈনিক বাংলার অধিকার:-

টাঙ্গাইল জেলাধীন সখীপুরে বাল্যবিবাহ করার দায়ে জাহাঙ্গীর আলম (২৬) নামের এক বরকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাতে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি গ্রামের করিম মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার গড়বাড়ি গ্রামের করিম মণ্ডলের ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে একই ইউনিয়নের চাটারপাড়া গ্রামের নবম শ্রেণির একছাত্রীর (১৪) বিয়ে চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বর জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড দেন। এ সময় বর ও কনের অভিভাবকরা পালিয়ে যায়।

এ ব্যাপারে সখীপুর থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, জাহাঙ্গীর আলমকে আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা বলেন, বাল্যবিয়ের সংবাদে পেয়ে ওই বাড়িতে গিয়ে বরকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Don`t copy text!