|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিবাহ বরকে এক মাসের কারাদণ্ড-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ জুলাই, ২০১৯
মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি- দৈনিক বাংলার অধিকার:-
টাঙ্গাইল জেলাধীন সখীপুরে বাল্যবিবাহ করার দায়ে জাহাঙ্গীর আলম (২৬) নামের এক বরকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাতে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি গ্রামের করিম মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, উপজেলার গড়বাড়ি গ্রামের করিম মণ্ডলের ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে একই ইউনিয়নের চাটারপাড়া গ্রামের নবম শ্রেণির একছাত্রীর (১৪) বিয়ে চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বর জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড দেন। এ সময় বর ও কনের অভিভাবকরা পালিয়ে যায়।
এ ব্যাপারে সখীপুর থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, জাহাঙ্গীর আলমকে আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা বলেন, বাল্যবিয়ের সংবাদে পেয়ে ওই বাড়িতে গিয়ে বরকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.