ঢাকাসোমবার , ১৫ জুলাই ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে চুরির চেষ্টা ॥ আটক ২-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ১৫, ২০১৯ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

মো: মাসুদ মিয়া,কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি ॥ চাঁদপুরের কচুয়া উপজেলার দোয়াটি গ্রামের অধিবাসী ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপনের বাড়িতে চুরির চেষ্টাকালে দুই চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। রবিবার রাতে একই উপজেলার পালাখাল গ্রামের সুজাত আলীর পুত্র মেহেদী হাসান(২০) ও একই গ্রামের জামাল হোসেনের পুত্র শাকিব হোসেন(১৮) তার গৃহের কলাপ শিক্যাবল গেইটের তালা ভেঙ্গে গৃহে প্রবেশ করে ভ্যানে করে মালামাল নেয়ার সময় স্থানীয় লোকজন তাদের হাতেনাতে আটক করে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কচুয়া থানার এসআই মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া সঙ্গীয় ফোঁস নিয়ে তাদের থানা নিয়ে আসে। এসআই মনিরুজ্জামান ভূঁইয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং তাদের জেলহাজতে প্রেরন করা হয়েছে। অপরদিকে স্থানীয়রা জানিয়েছেন, ইতিপূর্বে ওই চেয়ারম্যানের বাড়িতে কয়েক দফা দুর্ধুর্ষ চুরি সংঘটিত হয়েছে। ছবি : কচুয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে চুরির চেষ্টাকালে আটক দুই চোর সদস্য।

Don`t copy text!