|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে চুরির চেষ্টা ॥ আটক ২-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০১৯
মো: মাসুদ মিয়া,কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি ॥ চাঁদপুরের কচুয়া উপজেলার দোয়াটি গ্রামের অধিবাসী ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপনের বাড়িতে চুরির চেষ্টাকালে দুই চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। রবিবার রাতে একই উপজেলার পালাখাল গ্রামের সুজাত আলীর পুত্র মেহেদী হাসান(২০) ও একই গ্রামের জামাল হোসেনের পুত্র শাকিব হোসেন(১৮) তার গৃহের কলাপ শিক্যাবল গেইটের তালা ভেঙ্গে গৃহে প্রবেশ করে ভ্যানে করে মালামাল নেয়ার সময় স্থানীয় লোকজন তাদের হাতেনাতে আটক করে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কচুয়া থানার এসআই মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া সঙ্গীয় ফোঁস নিয়ে তাদের থানা নিয়ে আসে। এসআই মনিরুজ্জামান ভূঁইয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং তাদের জেলহাজতে প্রেরন করা হয়েছে। অপরদিকে স্থানীয়রা জানিয়েছেন, ইতিপূর্বে ওই চেয়ারম্যানের বাড়িতে কয়েক দফা দুর্ধুর্ষ চুরি সংঘটিত হয়েছে। ছবি : কচুয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে চুরির চেষ্টাকালে আটক দুই চোর সদস্য।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.