ঢাকারবিবার , ১৪ জুলাই ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে এক ভূয়া চিকিৎসক আটক, এক মাসের কারাদন্ড-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ১৪, ২০১৯ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

মো: আবদুল কাদের,দৈনিক বাংলার অধিকার,লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজার এলাকায় আজ রোববার (১৪ জুলাই) সন্ধায় বিশেষ অভিযান চালিয়ে মা ও শিশু বিশেষজ্ঞ এম এ নাঈমকে গ্রেফতার করে র্যাব-১১। জকসিন বাজারে কাজী শাহাদাতের মেসার্স কাজী ফার্মায় ওই চিকিৎসক মা ও শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব-১১ একটি টিম অভিযান পরিচালনা করেন। এসময় ভুয়া চিকিৎসক চিকিৎসা পেশার কোন কাগজপত্র দেখাতে পারে নাই এমনকি নিজে দোষ স্বীকার করেন। এসময় ভ্রাম্যমান আদালতের বিজ্ঞবিচারক ও জেলা প্রশাসক কার্যালয় এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: খবিরুল আহসান তাকে এক মাসেন বিনা শ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।
র্যা ব-১১ অধিনায়ক নরেশ চাকমা এ তথ্য নিশ্চিত করে জানান, চিকিৎসক না হয়েও মা ও শিশু বিশেষজ্ঞ পরিচয় দিয়ে এম এ নাঈম ব্যবস্থাপত্রে যে ওষধপত্র লেখেন তা না জেনে লেখেন। এছাড়া তিনি চিকিৎসা পেশার অভিজ্ঞার কোন কাগজপত্র দেখাতে পারেন নাই। এমনকি তিনি এমবিবিএস নন। এ জন্য তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত তাকে এক মাসের কারাদন্ডের আদেশ প্রদান করেন।

Don`t copy text!