|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লক্ষ্মীপুরে এক ভূয়া চিকিৎসক আটক, এক মাসের কারাদন্ড-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ জুলাই, ২০১৯
মো: আবদুল কাদের,দৈনিক বাংলার অধিকার,লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজার এলাকায় আজ রোববার (১৪ জুলাই) সন্ধায় বিশেষ অভিযান চালিয়ে মা ও শিশু বিশেষজ্ঞ এম এ নাঈমকে গ্রেফতার করে র্যাব-১১। জকসিন বাজারে কাজী শাহাদাতের মেসার্স কাজী ফার্মায় ওই চিকিৎসক মা ও শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব-১১ একটি টিম অভিযান পরিচালনা করেন। এসময় ভুয়া চিকিৎসক চিকিৎসা পেশার কোন কাগজপত্র দেখাতে পারে নাই এমনকি নিজে দোষ স্বীকার করেন। এসময় ভ্রাম্যমান আদালতের বিজ্ঞবিচারক ও জেলা প্রশাসক কার্যালয় এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: খবিরুল আহসান তাকে এক মাসেন বিনা শ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।
র্যা ব-১১ অধিনায়ক নরেশ চাকমা এ তথ্য নিশ্চিত করে জানান, চিকিৎসক না হয়েও মা ও শিশু বিশেষজ্ঞ পরিচয় দিয়ে এম এ নাঈম ব্যবস্থাপত্রে যে ওষধপত্র লেখেন তা না জেনে লেখেন। এছাড়া তিনি চিকিৎসা পেশার অভিজ্ঞার কোন কাগজপত্র দেখাতে পারেন নাই। এমনকি তিনি এমবিবিএস নন। এ জন্য তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত তাকে এক মাসের কারাদন্ডের আদেশ প্রদান করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.