ঢাকারবিবার , ১৪ জুলাই ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পড়া-লেখার পাশাপাশি সমাজ সেবায় যুক্ত হয়ে ভালো মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত কর -ওসি শামসুল আলম শাহ্-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ১৪, ২০১৯ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজের নারী শিক্ষার্থীদের সাথে সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১২টায় নিয়ামতপুর উপজেলা সদরে অবস্থিত নিয়ামতপুর উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থীদের সাথে কলেজ চত্বরে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়ামতপুর উপজেলাকে মাদকমুক্ত, ইভটিজিং মুক্ত ও বাল্য বিবাহমুক্ত উপজেলা গড়তে আমার পক্ষে যা যা করনীয় আমি তাই করবো। আর এ সমস্ত কাজ করতে আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা চাই।

ওসি আরো বলেন, তোমরা পড়া-লেখার পাশাপাশি সমাজ সেবায় যুক্ত হয়ে ভালো মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত কর এবং সু-শিক্ষা অর্জন করে নিজের পায়ে দাঁড়াবে। বাল্য বিয়ে হতে নিজদেরকে মুক্ত রাখবে এবং বাল্য বিয়ে প্রতিরোধ করতে প্রশাসন কে সহযোগীতা করবে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ঝর্ণা খাতুন, উপ-পরিদর্শক (এসআই) দুরুল হুদা, সহকারী প্রধান শিক্ষক গোপাল চন্দ্র, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহকারী শিক্ষক সালাউদ্দিন মিনার, সাদ্দাম হোসেন সুমন, কামাল হোসেনসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Don`t copy text!