ঢাকাশনিবার , ১৩ জুলাই ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

~ধর্ষিতার কান্না~ ~~~~~~~~~~~পাপিয়া আক্তার- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ১৩, ২০১৯ ৭:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

~ধর্ষিতার কান্না~
~~~~~~~~~~~পাপিয়া আক্তার- দৈনিক বাংলার অধিকার

আজ কোথায় হারা লো সেই স্বাধীনতা
মোরা পেয়েছিলাম যা একাত্তরের পরে
লাখো শহীদের রক্তে অর্জিত রঞ্জিত
লাল সবুজের পতাকা বক্ষে ধারন করে।

যে স্বাধীনতার জন্য করেছি মিছিল
দিয়েছি রাজপথে হাজারও তাজা প্রাণ
উন্নতির জোয়ার ভরে অবক্ষয়ে মরে
আজ পাইকি স্বাধীনতার একটু ঘ্রাণ?

হ্যাঁ— আমি পেয়েছি উন্মুক্ত স্বাধীনতা
আমায় ইফটিজিং করে পাড়ার বখাটে
হিংস্র শকুনের মতো খাবলে খায় দেহ
স্কুল কলেজ অফিস কখনও রাস্তাঘাটে।

সভ্যতার বুকে হারিয়ে গেছে মানবতা
শুনি পুরুষের অত্যাচারে ধর্ষিতার কান্না
শিশু হতে শুরু করে তরুণী বয়স্কা কন্যা
স্বাধীন দেশের স্বাধীনতার এই কি নমুনা?

হারিয়ে ফেলেছি আজ বাক – স্বাধীনতা
আর কতো করবি ধর্ষন মায়ের জাতীকে
শিক্ষক মুন্সী মৌলভী সন্ত্রাসী দেহ লোভী
কতো হাতিয়ার করবি নষ্ট রাজনীতিকে।

স্বাধীনতা তুমি কার ঘরে কার পকেটে?
স্বাধীনতা শুধু কলমের সংবিধানে লিখা
অপরাধী বাঁচে নিরপরাধীর হয় সাজা
প্রকৃত সত্য স্বাধীনতা আজো হয়নি দেখা।

স্বাধীনতা নামে কিছু নেই কিছু নেই নেই
পেয়েছি স্বাধীন নামধারী এক হুলুস্থুল দেশ
এখানে দুর্নীতি অত্যাচার জুলুমের আবাদ
শুধু স্বাধীন পতাকা টুকু পেয়েছি বেশ।

Don`t copy text!