ঢাকাশনিবার , ৬ জুলাই ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

”সম্মেলন-সম্মেলন, দুবাই যুবলীগের দ্বি- বার্ষিক সম্মেলন,-২০১৯-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ৬, ২০১৯ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

দৈনিক বাংলার অধিকারঃ

“গতকাল ঝাঁক– জমক এর মধ্যে দিয়ে এক ঝাঁক প্রবাসী মুজিব আদর্শের সৈনিক নিয়ে সম্পূর্ণ হল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সংযুক্ত আরব আমিরাত,, দুবাই যুবলীগের দ্বি- বার্ষিক সম্মেলন,
” সম্মেলন উদ্বোধন করেন  বাংলাদেশ আওয়ামী যুবলীগ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব জাহাঙ্গীর আলম ভাই,
” প্রধান অতিথি ছিলেন  সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক, “বাংলাদেশ আওয়ামীলীগ আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সম্মানিত সদস্য,, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,, সাবেক বানিজ্য মন্ত্রী,  “জনাব ফারুক খানেঁর সুযোগ্য কন্যা,  “জনাব কানতারা খান,


” প্রধান বক্তা ছিলেন,, “বাংলাদেশ আওয়ামী যুবলীগ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সম্পাদক , “জনাব এস এম সফিকুল ইসলাম শফি ভাই, ” বিশেষ অতিথি ছিলেন সংযুক্ত আরব আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, “বাবু শিবোধ চৌধুরী শিবু দাদা,
সহ- সভাপতি সাবেক ছাত্রনেতা রাসুল আল কাইমা সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত সভাপতি ” জনাব তাজ উদ্দিন ভাই,,


” বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা “জবাব আলমগীর ভাই,,
“উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন, “দুবাই আওয়ামীলীগ, ” আবুদাবী,, দুবাই,, সারজা,, ফুজিরাহ্,, রাসুল আল কাইমা,, আজমান,, উম্মর আল কাইয়ুম,, আল দাইদ,, দুবাই সোনাপুর, সারজা সানাইয়া,, আলকোচ, সাহামা যুবলীগ ,, সেচ্ছাসেবক লীগ-সহ আরব আমিরাতের কমিউনিটি নেতৃবৃন্দ, ও সাংবাদিক/ ইলেকট্রনিক মিডিয়ার জনপ্রিয় চ্যানেল,, Rtv-র” জনাব মাহাবুব হাসান হৃদয়, My tv-র “জনাব সিরাজুল ইসলাম,,,Etv-র ” জনাব সাইফুল ইসলাম তালুকদার,


” জনাব শিমুল মোস্তাফা কে সভাপতি,, জনাব জাহেদুল করিম কে সাধারণ সম্পাদক,,জনাব আবু চৌধুরী কে সাংগঠনিক সম্পাদক করে একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়,,

Don`t copy text!