ঢাকাশুক্রবার , ৫ জুলাই ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নাটোরের বড়াইগ্রামে কলেজছাত্রকে গুলি করে হত্যা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ৫, ২০১৯ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ নাটোরের বড়াইগ্রামে গুলি করে কলেজছাত্র আমিনকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে। নিহত আমিন উপজেলার মকিমপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেল চারটার দিকে আমিন তার মোটরসাইকেল যোগে মকিমপুর এর বাড়ি থেকে নগরের দিকে যাচ্ছিল। এমন সময় রাস্তায় তিন দুর্বৃত্ত তার পথ আগলে কাছ থেকে গুলি করে। গুলিবদ্ধ অবস্থায় আমিন রাস্তায় ঢলে পড়লে দুর্বৃত্তরা তার মোটরসাইকেল নিয়ে চম্পট দেয়। ইতোমধ্যে এলাকাবাসী আমিনকে উদ্ধার করে দ্রুত বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। পুলিশ কাউকে আটক করতেও সক্ষম হয়নি।

Don`t copy text!