|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
নাটোরের বড়াইগ্রামে কলেজছাত্রকে গুলি করে হত্যা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ জুলাই, ২০১৯
সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ নাটোরের বড়াইগ্রামে গুলি করে কলেজছাত্র আমিনকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে। নিহত আমিন উপজেলার মকিমপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেল চারটার দিকে আমিন তার মোটরসাইকেল যোগে মকিমপুর এর বাড়ি থেকে নগরের দিকে যাচ্ছিল। এমন সময় রাস্তায় তিন দুর্বৃত্ত তার পথ আগলে কাছ থেকে গুলি করে। গুলিবদ্ধ অবস্থায় আমিন রাস্তায় ঢলে পড়লে দুর্বৃত্তরা তার মোটরসাইকেল নিয়ে চম্পট দেয়। ইতোমধ্যে এলাকাবাসী আমিনকে উদ্ধার করে দ্রুত বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। পুলিশ কাউকে আটক করতেও সক্ষম হয়নি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.