ঢাকাসোমবার , ১ জুলাই ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

৩ বছ‌রে থা‌মে‌নি প‌রিবা‌রের কান্না হ‌লি আটিজা‌মে নিহত সাইফুলের প‌রিবার লা‌শটি পে‌তে চায়-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ১, ২০১৯ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃক‌বির উজ্জামান: শরীয়তপুর ন‌ড়িয়া পৌরসভার ক‌লোকা‌ঠি গ্রা‌মের মৃত্যু হা‌সেম চ‌কিদা‌রের পুত্র নিহত সাইফুল চ‌কিদার ঢাকার গুলশান হ‌লি আটিজাম চাংনিছ রেস্টু‌রেন্টু বাব‌চি হিসা‌বে চাক‌রি করত । ৩ বছর আগে জ‌ঙ্গি হামলায় সাইফুল নিহত হয় কিন্তু তার প‌রিবার আজ ও সাইফু‌লের লাশটির অ‌পেক্ষায় কান্নাকা‌টি কর‌ছেন । সাইফুলই ছিল একমাত্র প‌রিবা‌রের আয়ের উৎস । হ‌লি আটিজাম থে‌কে প্র‌তিমা‌সে দশ হাজার টাকা ও স্ত্রী ছ‌নিয়া সেলাই মিসি‌নে কাজ ক‌রে ৩ সন্তান নি‌য়ে কোন রকম ভা‌বে জীবনযাপন কর‌ছেন ।

বড় মে‌য়ে সা‌মিয়া ন‌ড়িয়া ম‌ডেল সরকা‌রি উচ্চ বিদ্যাল‌য়ে ৬ষ্ট শ্রেনী‌তে জিদনী ৪র্থ শ্রেনী‌তে প‌ড়ে । ছে‌লে ; হাচান চ‌কিদার ৩৩ মাস মা‌য়ের সা‌থে থা‌কে । ছে‌লে হাচান চ‌কিদার কেহ বা‌ড়ি‌তে আস‌লে দৌ‌ড়ে গি‌য়ে বাবা ব‌লে কান্নাকা‌টি ক‌রে ।

স্ত্রী ছ‌নিয়া বেগম ব‌লেন সরকার য‌দি আমা‌দের কোন সা‌হিয্য সহ‌যো‌গিতা কর‌তো তাহ‌লে আমার সন্তান‌দের পড়াশুনা ও তা‌দের ভ‌বিষ্যৎ ভাল হত । আমি সরকা‌রের কা‌ছে সা‌হিস্য সহ‌যো‌গিতা চাই। আমার স্বা‌মির লাশ‌টি য‌দি সরকার ফেরত দিত তাহ‌লে আমার সন্তারা তার বাবার কবর‌টি দেখ‌তে পেত ।

Don`t copy text!