|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
৩ বছরে থামেনি পরিবারের কান্না হলি আটিজামে নিহত সাইফুলের পরিবার লাশটি পেতে চায়-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ জুলাই, ২০১৯
মোঃকবির উজ্জামান: শরীয়তপুর নড়িয়া পৌরসভার কলোকাঠি গ্রামের মৃত্যু হাসেম চকিদারের পুত্র নিহত সাইফুল চকিদার ঢাকার গুলশান হলি আটিজাম চাংনিছ রেস্টুরেন্টু বাবচি হিসাবে চাকরি করত । ৩ বছর আগে জঙ্গি হামলায় সাইফুল নিহত হয় কিন্তু তার পরিবার আজ ও সাইফুলের লাশটির অপেক্ষায় কান্নাকাটি করছেন । সাইফুলই ছিল একমাত্র পরিবারের আয়ের উৎস । হলি আটিজাম থেকে প্রতিমাসে দশ হাজার টাকা ও স্ত্রী ছনিয়া সেলাই মিসিনে কাজ করে ৩ সন্তান নিয়ে কোন রকম ভাবে জীবনযাপন করছেন ।
বড় মেয়ে সামিয়া নড়িয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেনীতে জিদনী ৪র্থ শ্রেনীতে পড়ে । ছেলে ; হাচান চকিদার ৩৩ মাস মায়ের সাথে থাকে । ছেলে হাচান চকিদার কেহ বাড়িতে আসলে দৌড়ে গিয়ে বাবা বলে কান্নাকাটি করে ।
স্ত্রী ছনিয়া বেগম বলেন সরকার যদি আমাদের কোন সাহিয্য সহযোগিতা করতো তাহলে আমার সন্তানদের পড়াশুনা ও তাদের ভবিষ্যৎ ভাল হত । আমি সরকারের কাছে সাহিস্য সহযোগিতা চাই। আমার স্বামির লাশটি যদি সরকার ফেরত দিত তাহলে আমার সন্তারা তার বাবার কবরটি দেখতে পেত ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.