ঢাকাশুক্রবার , ২১ জুন ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত-৩-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ২১, ২০১৯ ৯:০০ পূর্বাহ্ণ
Link Copied!

সুজন কুমার, নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ নাটোরের গুরুদাসপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আজ সকাল ৬ টার দিকে বনপাড়া-হপটিকুমরুল মহাসড়কের কাছিকাটা রানীগ্রাম এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে দুই জনের নাম পাওয়া গেছে তারা হলেন আব্দুল কাদের (৫০) ও রুহুল আমিন(৩৫। অপরজনের নাম জানাতে পারেনি বনপাড়া হাইওয়ে থানার পুলিশ। তবে তাদের সকলেই সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, আজ সকালে ঢাকা থেকে নাটোর আসার পথে বনপাড়া-হপটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় একটি ট্রাক ( ঢাকা মেট্রো-ট- ১১-৭৬৯৫) পিছন থেকে পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এসময় পিকআপটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের আরোহী আব্দুল কাদের ও রুহুল আমিন সহ তিনজন ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি দেলোয়র হোসেন ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

Don`t copy text!