|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
নাটোরে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত-৩-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ জুন, ২০১৯
সুজন কুমার, নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ নাটোরের গুরুদাসপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আজ সকাল ৬ টার দিকে বনপাড়া-হপটিকুমরুল মহাসড়কের কাছিকাটা রানীগ্রাম এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে দুই জনের নাম পাওয়া গেছে তারা হলেন আব্দুল কাদের (৫০) ও রুহুল আমিন(৩৫। অপরজনের নাম জানাতে পারেনি বনপাড়া হাইওয়ে থানার পুলিশ। তবে তাদের সকলেই সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, আজ সকালে ঢাকা থেকে নাটোর আসার পথে বনপাড়া-হপটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় একটি ট্রাক ( ঢাকা মেট্রো-ট- ১১-৭৬৯৫) পিছন থেকে পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এসময় পিকআপটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের আরোহী আব্দুল কাদের ও রুহুল আমিন সহ তিনজন ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি দেলোয়র হোসেন ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.