আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবরশাহ্ ও পাহাড়তলী আংশিক) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার মাঝি সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুনকে বরণ করে নিলেন সীতাকুণ্ডের হাজারো নেতাকর্মী। তিনি সততা, মেধা, যোগ্যতা ও মার্জিত আচরণের কারণে আগেই দলীয় নেতাকর্মী ও সীতাকুণ্ডবাসীর নজর কেড়েছেন। গতকাল রবিবার কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্তে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবরশাহ্ ও পাহাড়তলী আংশিক) আসনে আলহাজ্ব এস এম আল মামুন দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে নেতাকর্মী ও সীতাকুণ্ডবাসী সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে যে যেভাবে পেরেছেন শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার (২৭ নভেম্বর) আলহাজ্ব এস এম আল মামুন ঢাকা থেকে সীতাকুণ্ড আসবেন শুনে বড় দারোগাহাট সহ উপজেলার বিভিন্ন স্থানে জড়ো হতে থাকে হাজার হাজার নেতাকর্মী, প্রত্যেকটি ইউনিয়ন থেকে মোটর শোভাযাত্রা ও মিছিল নিয়ে নেতাকর্মীরা বড় দারোগাহাট ওজন স্কেল ও বাজারে এসে জড়ো হতে থাকে এবং ঘণ্টার পর ঘণ্টা তাদের প্রিয় নেতা আলহাজ্ব এস এম আল মামুনকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানাতে অপেক্ষা করে। বিকাল সাড়ে ৩ টায় এস এম আল মামুন আসলে মুহূর্তেই হাজার হাজার নেতাকর্মী স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে পুরো এলাকা। এরপর তিনি বড় দারোগাহাট বাজারে শুভেচ্ছা বক্তব্য দিয়ে প্রায় ৩/৪শ’মোটরসাইকেলের বহরসহ নগরীর অলংকার হয়ে তার নিজ বাড়ী সলিমপুর এসে পৌঁছান।