দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে নৌকার মাঝি হওয়ার প্রত্যাশায় ছিলেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ৬১ জন। দলের বর্তমান এমপি ছাড়াও শিক্ষাবিদ, আইনজীবী, প্রবাসী, চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশাজীবীরা আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম কিনেছিলেন। মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ, প্রজন্মলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগ নেতারাও রয়েছেন।
মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে যারা মনোনয়ন পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ১৩ জন আশাবাদী ছিলেন,১৩ জনের মধ্যে মনোনয়ন পেয়েছেন বদরুদ্দোজা মুহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম ২৪৩। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ১৩ জন আশাবাদী ছিলেন, ১৩ জনের মধ্যে মনোনয়ন পেয়েছেন মোঃ শাহজাহান আলম ২৪৪। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ৪ জন আশাবাদী ছিলেন, ৪ জনের মধ্যে মনোনয়ন পেয়েছেন র,আ,ম,উবায়দুল মোকতাদির চৌধুরী ২৪৫। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ৭ জন আশাবাদী ছিলেন. ৭ জনের মধ্যে মনোনয়ন পেয়েছেন মোঃ আনিসুল হক ২৪৬। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১২ জন আশাবাদী ছিলেন. ১২ জনের মধ্যে মনোনয়ন পেয়েছেন মোঃ ফয়জুর রহমান ২৪৭। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ১২ জন আশাবাদী ছিলেন.১২ জনের মধ্যে মনোনয়ন পেয়েছেন ক্যাপ্টেন (অব) এ বি তাজুল ইসলাম ২৪৮। দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে যারা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বর্তমান সংসদ সদস্য ফরহাদ হোসেন সংগ্রাম, মনিরুজ্জামান সরকার, বিউটি কানিজ, কৃষকলীগ নেতা নাজির মিয়া, তার স্ত্রী রোমা আক্তার, এম. এ. করিম, যুক্তরাষ্ট্র প্রবাসী আলমগীর, ফারুকুজ্জামান ফারুক, প্রজন্মলীগ নেতা প্রকৌশলী ইখতেশামুল কামাল, প্রভাষক ইমরান হাই জাবেদ, ছাত্রলীগ নেতা আদেশ চন্দ্র দেব, অ্যাডভোকেট রাকেশ চন্দ্র সরকার ও শেখ ইব্রাহিম।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বর্তমান সংসদ সদস্য শাহজাহান আলম সাজু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, মাহাবুবুল বারী চৌধুরী, মঈনউদ্দিন মঈন, অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারী, অ্যাডভোকেট নাজমুল হোসেন, ছফিউল্লাহ মিয়া, ডা. আশীষ কুমার চক্রবর্তী, আনিসুর রহমান, সাবেক যুবলীগ নেতা আশরাফ উদ্দিন, আবদুল হান্নান রতন, পলাশ ও জালাল মিয়া।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বর্তমান সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী, ফিরোজুর রহমান ওলিও, আওয়ামী লীগ নেতা জহিরুল হক চৌধুরী ও সাবেক ছাত্রলীগ নেতা আরিফুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বর্তমান সংসদ সদস্য আনিসুল হক, অ্যাডভোকেট শাহ আলম, বদিউল আলম, সাবেক যুবলীগ নেতা শ্যামল কুমার রায়, নারায়ণ সাহা মনি, রাশিদুর রেজা তসলিম ও যুবলীগ নেতা লুৎফুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বর্তমান সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল, ফয়জুর রহমান বাদল, যুবলীগ নেতা আলামিনুল হক, কাজী মোর্শেদ হোসেন কামাল, ব্যারিস্টার নজরুল ইসলাম ভূঁইয়া নবী, ব্যারিস্টার জাকির আহম্মদ, অধ্যাপক নূরুন্নাহার, প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া, মোহাম্মদ আবু আব্বাস ভূঁইয়া, অ্যাডভোকেট খোরশেদ আলম, যুবলীগ নেতা মমিনুল হক সাঈদ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিকুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বর্তমান সংসদ সদস্য এ. বি. তাজুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ মহি, সিরাজুল ইসলাম, নূরুল ইসলাম, অধ্যক্ষ আবুল খায়ের, স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম, দিদার হোসেন, ব্যবসায়ী গোলাম মোস্তফা কামাল, সাঈদ আহমেদ বাবু, হাবিবুর বাদল, আখতারুজ্জামান ধীরন ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুবুল হক।
সকল মনোনয়ন পাওয়া পার্থীদের স্বাগত জানিয়েছেন, ধরমন্ডল ইউনিয়ন শাখার সেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগে সকল নেতাকর্মীবৃন্দ।